ভারতীয়দের টাটা কোম্পানির ওপর ভরসা চিরন্তর। আর আজ ও, TATA সেই বিশ্বাস কে বাঁচিয়ে রেখেছে। বিনিযোগকারী রাও শেয়ার কেনার জন্যে TATA এই স্টোকস কিই বেছে নেয়। রাকেশ ঝুনঝুনওয়ালা ভারতীয় স্টক মার্কেট এর একজন অভিজ্ঞ ব্যাক্তি ছিলেন। ওনাকে বহু লোক বিগ বুল নামেও চেনেন। টাটার স্টক রাকেশ ঝুনঝুনওয়ালার খুবই পছন্দের। ওনার স্টক মার্কেটের জ্ঞান লোকেদের কে মার্কেট এর প্রতি জানতে আরো সাহায্য করে।
বাজারের অবস্থা বেশ কদিন খারাপ যাওয়ার পর, শুক্রবার, অতএব ১৫ জুলাই, টাটা কোম্পানির আইটি শেয়ার ‘TATA ELXSI’ দুর্দান্ত পারফরম্যান্স করে। স্টক এর দাম টি,ট্রেডিং সেশন চলে কালীন এক লাফে ২৫০ টাকার বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, দাম ৮০৫০.৪০ তে এসে দাঁড়িয়েছে। পাশা পাশী, শেয়ার এইদিন ৩.২২ শতাংশ বেড়েছে।
আগের বছর, এই স্টক এর সবচেয়ে নিম্ন দাম ৪০১৭.০৫ এবং সর্বোচ্চ দাম ৯৪২০ টাকা পর্যন্ত উঠেছিল। তথ্য অনুযায়ী, TATA ELXSI তার বিনিযোগকারীদের ৮০% রিটার্ন দিয়েছে। এই লাভ টা পাঁচ বছর এর জন্যে করলে, রিটার্ন এর ভাগ হয় যায় ৮৫০%।
২৫ বছর এর রিটার্ন হিসেব করলে, স্টক টি এক লাখ শতাংশ লাভ দিত তার বিনিকোগকারি দের। ১৯৯৭ এ, বোম্বে স্টক এক্সচেঞ্জ এ TATA ELXSI তে দাম ৭.৬৮ ছিল। আজ অর্থাৎ ১ আগস্ট, এই স্টক টির দাম ৮৭০০ তে দাড়িয়েছে।
এরম লাভবান স্টক এর ব্যাপারে জানতে হলে আমাদের সাথে যুক্ত হন এর খুলে নিন একটি FREE DEMAT ACCOUNT।
আরো বিস্তার এ জানতে হলে আমাদের ফোন করুন- ৯৮৩০১২১২১৫
আপনি আমাদের ই-মেল ও করতে পারেন- dm@smifs.co.in
Source:https://indiahood.com/this-tata-group-share-make-10-thousand-indian-rupee-into-1-crore/?fbclid=IwAR0FBi3QoeKAk97ZlSlc1doPaN7vlfCzVo6ureByQuNMze8Wo-KSuR3yp4g
https://www.moneycontrol.com/india/stockpricequote/computers-software/tataelxsi/TE