স্টক মার্কেটে ২ বছরে বিনিয়োগকারীরা ১৪০০% লাভবান হলেন, স্টকের দাম ৩১ থেকে বেড়ে ৪৪৭
২০২০ সালে ফেব্রুয়ারী মাসের পর, শেয়ারের দামের পতন হওয়া তে বিনিয়োগকারীরা ভয় পেতে শুরু করেন। মার্কেটের এই কঠিন সময় স্টক মার্কেটের প্রচুর ক্ষতি হতে দেখা যায় । কিন্তু ভাগ্যক্রমে এমন কিছু স্টক আছে যেগুলি তে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা সেই বছর বহুগুনে লাভ করেছে। গত দু বছরে প্রায় ১৪ গুন বেড়েছে তেজস নেটওয়ার্কস টাটা গ্রুপের কোম্পানির শেয়ার। মানিকন্ট্রোল সুত্রে খবর, BSE তে ৮ জুলাই ২০২২, এই স্টক টি ৪৪৭.৯৫ টাকায় বন্ধ হয়েছে এবং বিনিয়োগকারীদের ৪.২৭% রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে টাটা সম্প্রতি ‘সাক্ষ্য ল্যাব’ কেও অধিগ্রহণ করেছে।
বিচক্ষণ বিনিয়োগকারী ‘বিজয় কেডিয়ার’ টেলিকম গিয়ার ফার্মের শেয়ারের দাম তিন মাসের মধ্যে ৩১.১৫ থেকে ৪৪৭.১৫ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে স্টক টি ১৩৩৮.০৪% রিটার্ন দিয়েছে। পাশাপাশি ভাবে বেঞ্চমার্ক সূচক BSE সেনসেক্স এ ৭৬% বেড়েছে।
তেজস নেটওয়ার্কসের শেয়ার প্রাইস লিস্টিং অনুযায়ী, আপনি যদি ২০২০ সালের মে মাসে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ আপনার প্রায় ১৪.৩৮ লক্ষ টাকার লাভ হত। ২০২১ এর জুলাই তে টাটা সন্স এর সহযোগী ‘প্যানটোন ফিনভেস্ট’, তেজস নেটওয়ার্কস এর ৪৩.০৩% শেয়ার ১৮৫০ কোটি টাকায় কিনেছিল।
BSE দ্বারা চালিত নতুন শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী টাটা সন্স এবং তার সহযোগী প্যানটোন ফিনভেস্ট আর আকাশাস্ট টেকনোলজিস কোম্পানি ৫২.৪৫% শেয়ার গ্রহণ করেছে। খবর সূত্রে জানা যাচ্ছে যে ২০২২ এপ্রিল মাসে, তেজস নেটওয়ার্কস নিজের স্থিতিশীল দৃষ্টিভঙ্গির কারনে ICRA এর তরফ থেকে আপগ্রেড পেয়েছে। মঙ্গলবার ১২ জুলাই জানিয়েছে, তেজস নেটওয়ার্কস ২৭৬.২৪ কোটি টাকার বিনিময়ে সাক্ষ্য ল্যাবের ৬২.৬৫% শেয়ার কিনেছে।
আপনিও যদি স্টক মার্কেটে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজই SMIFS এর সাথে নিজের ডিম্যাট একাউন্ট ও ট্রেডিং একাউন্ট খুলে ফেলুন। আমাদের রিসার্চ টিম সর্বদা আপনার পাশে থাকবে যাতে আপনি এই রকম স্টক এর খবর সবার প্রথম পেতে পারেন l আরো বিস্তারিত ভাবে জানতে, ৯৮৩০১২১২১৫- এই নম্বর এ যোগাযোগ করুন।
আপনি আমাদের ইমেলও করতে পারেন – dm@smifs.co.in
Source:https://cinehub.co.in/latest-news/tejas-network-a-tata-group-company-is-one-such-stock-that-has-grown-nearly-14-times-in-the-last-two-years/
https://www.moneycontrol.com/india/stockpricequote/telecommunications-equipment/tejasnetworks/TN